এই পৃথিবী আমায় যাবে জানি ভুলে,
সাজাই জীবন তরী নদী উপকূলে।
বালুচরে বাস করে এতো স্বাদ আশা,
উজান ভাটির টানে জলস্রোতে ভাসা।
যা কিছু পেয়েছি আমি স্নেহ মায়া সবি,
আমার কাছে কখন করেছে কি দাবী।
মুছে যাবে স্মৃতি মোর প্রিয়জন গাঁথা,
এতো প্রেম ভালোবাসা হবে জানি বৃথা।
স্বপ্ন রঙ্গিন জীবন গতিময় পথে,
কর্মে সাধন ভজন বিজয়ের সাথে।
অর্জিত গৌরব যত মর্যাদার খ্যাতি,
বিলীন হবে নামের চিরতরে ইতি।
কোন দিন থেমে যাবে বাঁচার লড়াই,
মহাকাল স্বাক্ষী দেবে পরিচয় নাই।