আবেগের অনুভুতি দিন কেটে যায়,
বিশ্বাস বুকের মাঝে ধোকা দিয়ে যায়।
কল্পনার আল্পনার দূর থেকে কাছে,
স্বপ্নের ভাবনা চোখে ছবি আঁকে মিছে।
বুঝিনা ছলনা তার কি যে কৌশল,
হারিয়ে নিজেকে শুধু হয় সে পাগল।
বাঁচিবার প্রয়োজনে প্রাণের স্পন্ধন,
স্বত্তার বিলীনে ঘটে হৃদয়ে বন্ধন।
কি চাওয়া কি পাওয়া রয়েছে ভূবনে?
বাসা বাঁধে কি যে আশা অন্তরে গোপনে?
তৃষিত পিয়াসা যেন অতৃপ্ত বাসনা,
সত্য পবিত্র সুন্দর একান্ত কামনা।
ভালোবাসা ছাড়া আর জীবনে আছে কি?
প্রেমহীন পৃথিবীতে মানুষ বাঁচে কি?