প্রথম লিপিতে লেখা সেই বেদনার,
নরম পালক গেঁথে বুকের গহীনে,
রক্তাক্ত হৃদয়ে ক্ষত এঁকেছি যতনে,
জীবন মরণ লভি প্রেম উপহার ।
ভাবের অতলে ডুবে হারানোর ভয়,
তোমাতে বিলীন হতে কঠিন তপস্যা,
সুখের স্বপনে গড়ি এই ভালোবাসা,
মঙ্গল কল্যাণে চাই আনন্দের জয়।
হেরে গিয়ে বার বার তুলে দিতে হাতে,
মান অপমান যত আঘাতের জ্বালা,
বিধির ভাগ্য লেখায় নিয়তির খেলা,
কষ্টের প্রেম আগুনে পুড়ি দিবা রাতে।
তবুও সন্তুষ্টি চিত্তে নিত্য মোনাজাত,
অভিশাপ মুছে হোক চির আর্শিবাদ।