প্রেমের সুধা
শপথ

অতৃপ্ত আশায় ঘুরি  অনন্ত পিপাসা,
তোমার অন্তর মাঝে দাও হে আশ্রয়,
ভালবাসার শরাব জুড়াতে হৃদয়,
তৃষ্ণা নিবারণে পান জনমের আশা।
সুধার পেয়ালা দাও ওগো প্রিয় তোলে,
সাধনার আরাধনা অমর অক্ষয়,
মহাকাল ধরে যেন চিরঞ্জীব রয়,
অনন্ত প্রেমের নেশা পৃথিবীকে ভুলে।।

সৃষ্টির মহান রব কৃপাতে তোমার,
করুণায় দান কর মঙ্গল কল্যাণ,
রহমানুর রাহিম দয়ালু মহান,
পাপীকে উদ্ধার কর প্রার্থণা আমার।
তোমার নামের সুধা দাও অকাতরে,
প্রেমের রঙ্গিন নেশা সকল অন্তরে।।