প্রেমের স্টেশন
শপথ

কোন যত্রা শুরু করে হৃদয় পথিক,
অজানা গন্তব্যে খুজে ঠিকানা সঠিক।
দিবা নিশি মহা রথে ভাবনা গমন,
আশাগুলো পেশ করে মনের সমন।
মিলে মিশে একাকার আত্ম বিসর্জন,
জীবন অনুসন্ধানে স্বপ্ন আলিঙ্গন।
আপন অস্থিত্ব মাঝে অনুভবে রুপ,
হৃদয়ের ব্যাকুলতা প্রকাশিতে চুপ।

চোখের পলকে দেখে দৃষ্টির সীমায়,
সুন্দর পৃথিবী যেনো নয়ন পাতায়।
মনের মাঝে অতৃপ্ত কামনা বাসনা,
ভাললাগা ভালবাসা সৃষ্টির সূচনা,
দুড়ন্ত চলন্তে ছুটে মানুষের মন,
হৃদয়ের প্লাটফর্ম প্রেমের স্টেশন।