নয়নে নয়ন রাখি সুধা পান করে,
অন্তরে অন্তর বাঁধি প্রেমের সুঁতায়,
হৃদয়ে হৃদয় সপি শান্তির আশায়,
মনের গহীণে মন বিশ্বাসের নীড়ে।
বুকের অতলে ডুবে সুখের সন্ধান,
আঁখির কোণে স্বপন সাজানো রঙ্গিণ,
আত্মার সেঁতু বন্ধনে অস্থিত্ব বিলীন,
জীবনের গতিপথে গাঁথি এক প্রাণ।
ওগো প্রেমের পুজারী সাজিয়ে আরতি,
জাগাতে পাষাণ বুকে মানসী প্রতিমা,
মসজিদে ইবাদতে পবিত্র উপমা,
বৃন্দাবনে আরাধনা মন্দিরে আকুতি।
ভক্তির সেজদা পুজা চরণে আশ্রয়,
মুক্তির কঠিন পণে গাহি কার জয়?