কি কথা বলিতে চাও চোখের ভাষায়,
যা কিছু বলার ছিল শুধু ভুলে যাও,
চঞ্চল ব্যকুল প্রাণে কি যেন লুকাও,
কাতর হৃদয় কাঁদে কি সুখ আশায়।
দুঃখের উজান স্রোতে বুক ভেসে যায়,
অন্তরে ঝড় তুফান নয়নে প্লাবন,
চিতার অনল তবু জ্বলছে দ্বিগুন,
নিত্য চাওয়া পাওয়া বেঁচে থাকা দায়।
হয়নি যে কোন কথা শুধু অনুভুতি,
এক নজর দেখিতে ব্যকুলতা মনে,
আর্তনাদে আহাজারি করুণ রোদণে,
নিরব দৃষ্টিতে বলে প্রাণের আকুতি।
তপস্যার উপবনে সাধনে সন্যাসী,
প্রবঞ্চিত জীবনটা প্রেমের পিয়াসী।