প্রেমের অধিকার
শপথ
হে নারী প্রেয়সী তুমি ভাবা কি অন্যায়,
পলকহীন দৃষ্টিতে তীরের নিশানা,
বিঁধিল পাঁজর ছুঁয়ে প্রাণে যে বাঁচিনা,
আলোকিত এ ভূবন রুপের বন্যায়।
বিধাতার যত্নে গড়া মানবী না পরী,
হতবাক জ্ঞান শূণ্য হৃদয় অস্থির,
কামিনী মোহিণী সুধা অমৃতে অধীর,
নেশার পিয়ালা হাতে স্বর্গের অপ্সরী।।
নবাব নন্দিণী তুমি রাজকন্যা জানি,
রাখালিয়া পরদেশী পরিচয়হীন
অপরাধী আসামীর শায়েস্তা কঠিন,
বিবেকের আদালতে অভিযোগ খানি।
মানুষে মানুষে প্রেম শ্রেষ্ট অধিকার,
সম অসম স্তরের বিবেদ কি আর???