আমি আর কতকাল সইব এ জ্বালা
আমার হৃদয়ে কেন দিয়ে গেলে দোলা
নিজেকে ভুলিয়া আমি ভাবি দিবানিশি
কেমন করে তোমাকে বলি ভালোবাসি
মায়ায় বাঁধিতে মনে সাজিয়ে সুন্দর
নিত্য খেয়াল রাখিতে নিয়েছি খবর
দায়িত্ব আছে কি কোন চিন্তা ভাবনায়
সন্দেহের দিদ্বা দ্বন্দ বড় অসহায়
অবশেষে ঐশ্বরিক স্রষ্টার সান্নিধ্যে
নিজেকে অর্পন করি খুঁজি আনুগত্যে
সৃষ্টির মঙ্গলে প্রভু দিল সমাধান
সত্যের সন্ধানে কত হই পেরেশান
পাপ পূন্য ভেদাভেদে গর্হিত সমাজ
পবিত্র প্রেমের নেশা ভুলে যাই লাজ