সুখের ভূবনে আমি নীড় হারা পাখি,
মরা ডালে বাঁধি বাসা খড় কুটা দিয়ে
উড়িতে বন বাদারে শিকল দুপায়ে,
আনন্দে দিক বিদিক জলে ভিজে আঁখি।
পাষাণের লক্ষ্যভেদ তীরের নিশানা,
আহত পালক মেলি আকাশের বুকে,
দিবানিশি ছটফট বাঁচার অসুখে,
আঘাতে ক্ষত বিক্ষত উড়িবার ডানা।
প্রাণ পাখি মিষ্টি সুরে গীত গায় প্রাণে,
মন ময়ুরী আমার নাচে ছন্দ তালে,
বিরহে করুণ কান্না হাসি যাই ভুলে,
অন্তরে প্রেমের খাঁচা বন্দি পরাধীনে।
হারিয়ে নি:স্ব জীবন মুক্ত স্বাধীনতা,
সীমান্তে আবদ্ধ আমি ভালোবাসা বৃথা।