গানের কথার কলি সাজাতে সাজাতে,
আবেগেী ভাবনা রচি হৃদয় খাতাতে,
অব্যক্ত মনের ভাষা প্রেমের লিপিতে,
সুরের ভূবনে নাচি রঙ্গিন জগতে।
আকুল পিয়াসা বুকে সুকণ্ঠের গান,
আকাশে বাতাসে পাতি নিরবে দুকান,
আঁধারে আলোতে খুঁজি বাঁচিবার প্রাণ,
নিত্য নতুন জীবনে সুখের সন্ধান।
সতেজ মন ব্যকুল একলা উদাস,
যতনে গোপনে করে ভালোবাসা চাষ,
নয়নে পূর্ণিমা চাঁদ জোসনা বিলাস,
অন্তরে রক্তিম সূর্য আনন্দ উল্লাস।
বিশ্বাষের আয়নাতে মায়াবী স্বপন,
কোলাহলে তছনছ ললাটে ভাঙ্গন।।।