প্রেমের বন্ধন
শপথ
এ তুমি কি সুধা পান করালে আমায়,
শয়নে স্বপনে দেখি জেগেও তোমায়।
স্বপ্নে কেন এলে তুমি বুকে টেনে নিতে,
ললাটে চুম্বন একে ঘুম ভেঙ্গে দিতে।
আদরের স্পর্শ পেয়ে দেখি আঁখি মেলে,
উষ্ণ ঠোটের ছোঁয়াতে জড়িয়েছ কোলে।
আশা ভালবাসা বুকে অনন্ত পিপাসা,
পূর্ণ করে গেলে মোর জীবনের আশা।
ভালবেসে আঁখিজল দিলে উপহার,
শিখিয়ে কাঁদালে তুমি শুধু বারে বার।
আমাকে দাওনা বিষ পান করি সুধা,
কামনা বাসনা যত মিটে তৃষ্ণা ক্ষুধা।
কলঙ্কের রাজটিকা পবিত্র চন্দণ,
অনন্ত সাধনা বুকে প্রেমের বন্ধন।।