বাঁশরিয়া প্রাণ সখা যমুনার তীরে,
নাম ধরে ডেকে শুধু বাজায় বাঁশরি,
অবলা নারীর নিল মন প্রাণ কাড়ি,
কে যেন মধুর সুরে হৃদয়ের নীড়ে?
মনের কুঞ্জে সাজানো প্রেমের কানন,
ফাগুন বসন্ত ক্ষণে কোকিলের গান,
দিবানিশি উচাটন মনে অভিমান,
জল ভরার ছলনা শূণ্য বৃন্দাবন।
সমাজের অপবাদে সহিতে গঞ্জনা,
নিন্দার কাঁটার জ্বালা আঘাতের ক্ষত,
দুনয়ন প্রবাহিত কান্না অবিরত,
চিতার অনল বুকে কলঙ্ক রচনা।
নিঠুর যাদুর বাঁশি গলার মাধু্লি,
শ্যামের পিরিতে রাধা জাত কুল ভুলি।