প্রেমের আবাদ
শপথ
প্রেমের আগুন লেগে জ্বলে যে অন্তরে,
নিভায় কেমন করে চোখের পানিতে,
দিগুনে বাড়ে অনল জলন্ত চিতাতে,
আগ্নেয়গীরির লাভা দিবা নিশি পুড়ে।।
বিচ্ছেদের বেদনাতে বিরহ দহন,
পৃথিবীতে ভালবাসা পেলে অবহেলা,
ছলনার প্রতারণা বাড়ে শুধু জ্বালা,
প্রলয় ধ্বংস লীলা বুকের গহন।।
অপবাদে অভিযোগ সাজানো নাটক,
সন্দেহের অবিশ্বাসে প্রত্যাখান করে,
সম্পর্কের অবসান ভাঙ্গন অন্তরে,
তিরস্কারের কলঙ্কে জীবন আটক।
ভয়ঙ্কর যন্ত্রণাতে মৃত্যু আর্তনাদ,
প্রেমিকের সমাধীতে প্রেমের আবাদ।।