প্রেম রোগ
শপথ
প্রেম রোগের আরগ্য আছে কি উপায়,
ক্ষত বিক্ষত হৃদয়ে কঠিন চক্রান্ত,
বিচ্ছেদের বেদনায় আঘাতে আক্রান্ত,
ওঝা বৈধ্যির ঔষুধে রক্ষা নাহি পায়।
ডাক্তার ও কবিরাজ তাবিজ কবজে,
হোমিও এ্যালোপ্যথিক চিকিৎসা করে,
প্রেসক্রিপশান লিখে ব্যর্থ সংসারে,
নেই কোন মেডিসিন দিতে পারে বুঝে।।
নিদ্রাহীন নিশী কাটে কি অসুখে ভোগে?
এলোমেলো ভাবনার উত্তাল তরঙ্গে,
চিতার অনল যেন জ্বলে সারা অঙ্গে,
জীবন মরণ তুচ্ছ বাঁচে আত্মত্যাগে।
বিশ্বাস ভক্তির প্রেম অন্তরের রোগ,
বুকে বিঁধে চিরঞ্জীব সুখ উপভোগ।।