রাখলেনা মনে তুমি নিকৃষ্ট আমাকে
সৃষ্টিতে অতি সুন্দর শ্রেষ্ট বল যাকে
যুক্তি তর্কে ভালো মন্দ সিদ্ধান্তে অটল
আদেশ নিষেধ ভুলে বাঁচিবার ছল
অস্থির হৃদয় ভবে অবাধ্য জীবন
করুনার অনুদানে দয়াতে কৃপন
পার্থিব জগত মাঝে সৃষ্টির বাসনা
দৈহিক জৈবিক তৃপ্তি স্বাদ মিটিলনা
সুনিপুন কারিগরি সৃষ্টি নিয়ে খেলা
অন্তরে লুকিয়ে তুমি নিত্য প্রেম লীলা
চুক্ষ কর্ণ নাসিকাতে চিত্তে আকর্ষন
ক্ষুধা তৃষ্ণা নিবারনে পিপাসিত মন
স্রষ্টা হয়ে কষ্ট দিতে সৃষ্টিতে বিরাজ
অপকর্মে পাপে লিপ্ত আমিও নিলাজ