জানতাম ভালো করে জীবনের মূল্য
যে আঘাত অপমান তোর মহাশক্তি
শ্রেষ্ট চরিত্র স্বভাবে ভাবি তোকে যোগ্য
ইচ্ছে করে হারিয়েছি তোর শ্রদ্ধা ভক্তি
জানিনা এ অপরাধ পাপ নাকি পূন্য
সেবা যত্নের আনন্দে ক্রীতদাস হতে
পরম তৃপ্তির মাঝে করি তোকে ধন্য
তুচ্ছ জীবন যৌবন হারাই জগতে
আজ তুই প্রতিশোধে দিস মৃত্যুদন্ড
অথচ মৃত্যু বরণ করেছি সেদিন
প্রথম যেদিন ছিল ভুল কর্মকান্ড
স্বজ্ঞানে সুস্থ মস্তিস্কে নিজেকে বিলীন
বিধাতার আর্শিবাদ অভিশাপ হয়ে
কঠিন শাস্তি পেলাম প্রেম বিনিময়ে