প্রেম অনলে
শপথ

জ্বলে পুড়ে মরি আমি প্রেমের অনলে,
ছলনায় মুগ্ধ হয়ে মন প্রাণ সপে,
ফুল ভেবে ভুল করে কাঁটা তুলি হাতে,
হৃদয়ে জলন্ত চিতা বাড়ে আঁখিজলে।
নিভাইতে নিশিদিন অশ্রু বিসর্জন,
গোপনে আসে কখন বুকের কুটিরে,
আঘাতে ক্ষত বিক্ষত রক্ত ঝরে পড়ে,
অধীর আগ্রহ চিত্তে নির্বাক ক্রন্দণ।

সাজিয়ে মনের মাঝে স্বপ্নের মহল,
সুখের স্বর্গ রচনা আশা ভালবাসা,
উত্তপ্ত মরু প্রান্তরে তৃষ্ণার্ত পিপাসা,
ব্যথা ভরা উষ্ণ ছাতি করিতে শীতল।
অনলে ঝাপ দিলাম জ্ঞান বুদ্ধি বিকে,
অন্তর পুড়ে কয়লা আজ ধুকে ধুকে।।