তুমি সখি তুমি সখা তুমি প্রিয়জন,
জগত সংসারে তুমি আমার আপন।
সত্য মিথ্যা পাপ পূণ্য কিছুই জানিনা,
কোথায় স্বর্গ নরক করেছো রচনা।
ভাবিনা সুখ কি দু:খ জীবনে পাওয়া,
ভালোবেসে এ হৃদয়ে তোমাকে চাওয়া।
মনের কথা বুঝাতে কেউ নেই আর,
করুণা দাও যদিগো শুধু উপহার।
মায়া মমতার ডুরে স্নেহের বন্ধন,
জনমে জনমে যেন আত্মীয় স্বজন।
কাছে দুরে দিবানিশী সর্বত্র সন্ধান,
দয়াময় ক্ষমাশীল তুমি যে মহান।
মুগ্ধকর রুপে গুণে পবিত্র সত্তার,
প্রেম চাই প্রেম দাও হৃদয়ে আমার।