আদর সোহাগ স্নেহ বিনিময় প্রথা
প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কের গাঁথা
মান সম্মান মর্যাদা জীবনের গর্ব
মিথ্যা অভিনয়ে শুধু করেছে কে খর্ব
লজ্জা ঘৃণা অপমান শাস্তির আঘাতে
বোকারাও পথ খুঁজে নিশ্চয় পালাতে
রক্ত মাংসের মানুষ ধৈর্য্য শক্তি নিয়ে
কতদিন সহ্য করে কাঁদবে লুকিয়ে
স্বার্থপর দেহলোভী ইচ্ছার পছন্দ
ধোকা দিতে পাশে যাবে হলে কত অন্ধ
যা খুশি তা ভেবে কেউ যদি প্রশ্ন করে
ভালোবাসার প্রমান বিশ্বাস অন্তরে
ভুলে যদি একবার প্রতিদান চাই
তখন না হয় তুমি দোষ দিও ভাই