এ জীবনে পেয়েছি যে আঘাত সবার
তবুও থামেনি পথ সামনে চলার
রাত দিন কেটে যায় বিফল আমার
আলো আঁধারে স্বপন নতুন আশার
পৃথিবীতে আমি একা কে হবে আপন
মানুষের মাঝে খুঁজি সেই প্রিয়জন
মিত্র হতে কাছে আসে স্বার্থে দুশমন
কত ব্যথা পুষে রাখি বোকার মতন
প্রয়োজনে তোষামদে খুব ভালোবাসে
মূল্যহীন তুচ্ছ ভাবে ব্যবহার শেষে
কত অভিনয় করে ভোগের তালাশে
অতি চালাক চতুর বিজয় উল্লাসে
সর্বনাশ হয়েছে যা ক্ষতি নেই তাতে
কৃপন না হয়ে ত্যাগে ধন্য মহীমাতে