আঁধারের অভিষারে মন যাকে খুঁজে,
জানিনা ঠিকানা তার কোথায় বসতি,
প্রেমের পিপাসা বুকে অচেনা শ্রীমতি,
মন মন্দিরে জীবন ভালোবাসা পুজে।
হৃদয় আঙ্গিনা দিয়ে চলে গেছে পথ,
মথুরায় রাধা রাণী কৃষ্ণ বৃন্দাবনে,
বিরহের দুই তীর অতৃপ্ত মিলনে,
অতিথীর ন্যায় আসে বেদনার রথ।।
ভালোবাসার খাজনা কুঁড়াতে ব্যকুল,
দুবাহু আকড়ে বাঁধি জড়িয়ে ছায়াকে,
ফাঁকি দিল যে আমারে আপন তবে কে?
শূণ্য আকাশে সাজাই মস্ত বড় ভুল।
দূর দিগন্ত সীমায় প্রাণের সারথি,
দুহাতে বরণ ঢালা জানাই আরতি।।।