আসিল অজানা পথে অনাগত ব্যথা
ঝিমিয়ে আসিল দুটি নয়নের পাতা
জাগিল প্রহরী বৃথা মনের দুয়ারে
সিঁধ কাটিল গোপনে অবুঝ অন্তরে
আগত পথিক জানি পরিচয় হীন
তবুও প্রেম আরতি সাধি নিশি দিন
মায়ার পুরীতে গড়ি সুখের ভূবন
স্বাধীণ ভালোবাসাতে আত্ম বিসর্জন
স্বর্ণ লতিকার মত প্যাচিয়ে হৃদয়
এক অভিন্ন জীবন তিলে তিলে ক্ষয়
ফেরারী বসন্ত ছুঁয়ে চঞ্চল উদাস
আপন সত্ত্বার ভুলে ভাঙ্গিল বিশ্বাস
বিঁষাদ সিন্ধুর তীরে ভাবি অনর্থক
প্রাণের দোসর হলো চির পলাতক