প্রাণের বাসনা
শপথ

জনমে জনম ধরে খুঁজেছি তোমাকে,
জন্মান্তরে যুগ যুগ করে আরাধনা,
অনন্তকাল অপেক্ষা প্রাণের বাসনা,
কৃপার দর্শণে দাও শান্তণা আমাকে।
তুমি কতই সুন্দর বলে এ অন্তর,
অপূর্ব রুপের খনি নূরের ঝলক,
অতুলনীয় সৌন্দর্য্যে পড়েনা পলক,
প্রেমের সাগর তুমি মনো মুগ্ধকর।

তোমার কে হই আমি সবি জান তুমি,
ভুলের মার্জনা পেতে কাঁদিতেছি রোজ,
অতীব নগণ্য আমি অজ্ঞানী অবুঝ,
শুধু জানি তুমি প্রভু জগতের স্বামী।
মধুর আলিঙ্গনের একত্রে বন্ধন,
তুমি আমি দুই জন সারাটি জীবন।।