প্রকৃতির দানে
শপথ
সৃষ্টির শ্রেষ্ট মানুষ গড়েছে সুন্দর,
পৃথিবীতে মাখলুক আঠার হাজার,
পরোয়ারের ঘোষণা উচ্চ মর্যাদার,
একমাত্র প্রতিনিধি মহান প্রভুর।
আবেগের অনুভুতি ধরণীর মোহে,
অন্যের সৌন্দর্য দেখে হিংসায় মরে,
অতৃপ্ত বাসনা বুকে উপলব্দি করে,
শ্রেষ্টত্ব প্রমাণে কভু ব্যস্ত নাহি রহে।
সকল সৃষ্টির দাবী মানুষের কাছে,
স্বাধীনতা নিরাপদে সাজানো প্রকৃতি,
অস্হিত্ব হারিয়ে কভু হয় না যে স্মৃতি,
সৌন্দর্যে মুগ্ধ তবুও ক্ষতি করে মিছে।
সুন্দর ভূবনে সৃষ্টি নিযুক্ত কল্যাণে
মানব জীবন বাঁচে প্রকৃতির দানে।