দিনগুলি যদি কভু ফেলা যেত মুছে
অতীতের কথাগুলি যত মনে আছে
পুরোনো স্মৃতির মাঝে খুঁজি ফিরি যাকে
হারিয়ে ফেলেছি পথে চির চেনা বাঁকে
আমিতো ভালোনা জানি দোষ ত্রুটি ভরা
কি এমন পেয়েছিলে চোখের ইশারা
দেখলে কি বলো তুমি আপন বিশ্বাসে
লাভ ক্ষতির হিসাব এতদিনে কষে
ভোগ বিলাসী জীবনে ক্ষনিকের সুখ
ভিখারীর দশা আজ প্রেমের অসুখ
ত্যাগের আনন্দ শুধু পবিত্র হৃদয়ে
স্বার্থ লোভে অভিনয় ভুল পরিচয়ে
নিজেকে চিনিতে চাই ভালোবেসে আমি
বুঝেছি যা পরাজয়ে তুমি নও দামী