পরিণতি
শপথ
শ্বাসে আছে দীর্ঘশ্বাস বুকের ভিতর,
চাওয়া পাওয়া যত হতাশার ভয়,
প্রাপ্তির সন্তুষ্টি চিত্তে উল্লাসে বিজয়,
পরাজিত আশাগুলো কষ্টের পাথর।
স্বার্থের অস্থিরতায় ন্যায় নীতি ভুলে,
কুপথে কুকর্মে লিপ্ত লোভের পুজারী,
ক্ষমতার বাহাদুরী শীর্ষ অধিকারী,
বাঁচার ভরসা নেই নিঃশ্বাস ফেলে।।
শ্বাস ত্যাগ গ্রহণের মাঝে বাঁচা মরা,
মানুষের পরিচয় যতক্ষণ শ্বাস,
দায়িত্ব কর্তব্যহীন প্রাণহীন লাশ,
পৃথিবীর বুকে যেন অধিকার হারা।।
চিরবিদায়ে দাফন করিবে স্বজন,
মৃত্যু আলিঙ্গনে মুক্ত জড়ানো কাফন।।