পরিচয়
শপথ
রাম রহিম জনের তিন পরিচয়,
মানুষের ভেদাভেদ ধর্ম কর্ম জাতি,
এক আকাশের নীচে গড়েছে বসতি,
সকলে একজনার সৃজন নিশ্চয়।
কুরআন বাইবেল গীতা ব্যবধান,
আরাধনা উপাসনা ভিন্ন ভিন্ন পথে,
কাজী পাদ্রী পুরোহিত নয় একসাথে,
বাঁচা মরা জীবনের চাহিদা সমান।।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টানের কথা,
স্রষ্টার পরিচয় কি কে পাঠাল ভবে,
পার্থক্য বিরাজমান কেন বল তবে,
পৃথিবীতে জন্ম মৃত্যু নেই স্বাধীণতা।
মানুষের পরিচয় বাবার স্বীকৃতি,
সৃষ্টির সূচনা লগ্নে কে ছিল সে মতি।।