পোড়ামুখীর প্রতিজ্ঞা
শপথ

সর্বহারা পোড়ামুখী মিথ্যা অপবাদে,
কলঙ্কের রাজ টিকা সমাজ সভ্যতা,
পরিয়ে দিল কপালে অভাগীর ব্যথা,
তিরস্কারে আত্মহত্যা মুক্তির সুবাদে।
পালিয়ে গিয়ে আড়ালে গঙ্গার অতলে,
বঞ্চিত অধিকারের তীব্র প্রতিবাদে,
আন্দোলনে বীরাঙ্গণা বিজয়ী কে রোধে,
দায়মুক্ত অপরাধী ভুলের মাশুলে।।

মুখপোড়ী ওরে তুই জীবন সৈনিক,
বিধাতার আর্শিবাদ শ্রেষ্ট উপহার,
মানব জীবন ভবে শুধু একবার,
বাঁচতে জানতে হয় লড়াকু দৈনিক।
পদতলে পিষ্ট পাপী জয় মা কালীর,
নির্যাতীত নিপিড়ীত প্রতিজ্ঞা নারীর।