নীরবে নিভৃতে চোখে বেদনার অশ্রু,
হৃদয়ে শিকড় গেড়ে যন্ত্রণার বৃক্ষ,
অপরাধে স্বীকারোক্তি যাচে আত্মপক্ষ,
ভালবাসার ভুবনে বিবেকের শত্রু।
আপন অস্তিত্ব ভুলে অন্তরে ধারণ,
কল্পনার বাস্তবতা সুখের পরশ,
সম্পর্কের পবিত্রতা স্বর্গের আরশ,
পরম শান্তির নীড়ে প্রেমের স্বপন।
প্রসারিত হাতছানি উম্মুক্ত মৃত্যুর,
জীবনের নীলাকাশ সীমান্ত রেখায়,
যুগ যুগান্তে দিগন্ত মিলন মেলায়,
দুর্জয় দুর্বার গতি বিরহ প্রহর।
আশাহীন পরাজিত জীবন উদাসী,
আপন বিশ্বাসে বন্দি নিত্য পরবাসী।।