পল্লীবালা খোলামেলা আকাশের নিচে,
পথ চলে দিক ভুলে উদাসী চরণে,
দৃষ্টি নত অবিরত ক্রন্দিত নয়নে,
সুবিশাল মায়াজাল পদরেখা যাচে।
চুপচাপ অনুতাপ প্রকৃতির সনে,
যাত্রা তার অজানার বেখেয়ালী ভু্ল,
সাথী ছাড়া দিশেহারা অচেনার কূল,
গৃহ ত্যাগে ভয় জাগে উচাটন মনে।
হতভাগী মহাযোগী সাধনার প্রেমে,
রুপবতি আলোমতি রাজকন্যা একা,
সর্বনাশা মিছে আশা বিবেকের ধোকা,
অবশেষে বিনা দোষে বিপদ আশ্রমে।
সমাজের কলঙ্কের অবান্তর প্রথা,
মিথ্যা রটে নিন্দা জোটে বদনাম গাঁথা।