পুজারী
শপথ
সত্য নিত্য সনাতন প্রভু নিরাঞ্জণ ,
বিশ্বে ব্রহ্মা বিষ্ণু শিব গোলকের হরি, ভোলানাথ মহেশ্বর সকল পুজারী,
বিশ্বাসের আরাধনা পুজি নারায়ন।
অর্পিত ভক্তি প্রসাদ সুন্দর অরিন্দ,
ধ্যানে জ্ঞানে উপাসনা হৃদয় মন্দিরে,
কাশী বৃন্দাবনে খুঁজে আলোক আঁধারে,
চরণ ধুলির আশা প্রাণের গোবিন্দ।
আকাশ পাতাল পৃষ্টে সদা বিচরণ,
ফুলে ফলে জলে স্থলে সর্ব বিরাজিত,
হাসি কান্না উপলব্দি খেলা অবিরত,
দিব্য জ্ঞানের অভাবে অন্ধ অচেতণ।
পাইতে পভুর মন নিত্য আয়োজন,
পুজারী আরতি নিয়ে বসে সারাক্ষণ।।