পাঠকের জন্য
শপথ
কি আছে দেবার মত এর প্রতিদান,
ভালবাসার মন্তব্যে অমূল্য রতন,
আপনার পদধূলি করেছি অর্জন,
কৃতজ্ঞতা শ্রদ্ধাঞ্জলী ভক্তির সম্মান।
অধমের পাগলামী আজে বাজে লেখা,
মহান কবি পাঠক জানি উদারতা,
উৎসাহে অনুপ্রাণে পেয়েছি স্বচ্ছতা,
স্নেহ আদরে সর্বদা পাশে পাশে থাকা।
ভাল ও সুস্থ থাকেন করি মোনাজাত,
সুখ শান্তির জীবন কামনা আমার,
আত্মীয় পরিজনের সাথে পরিবার,
বিপদ আপদ যত করিও নাজাত।
মঙ্গল কল্যাণে দিও জীবনে প্রশান্তি,
হে দয়াময় আল্লাহ জানাই মিনতি।।