পথভ্রষ্ট
শপথ

পৃথিবীতে  সুখি হতে চাহিদা প্রচুর,
হেসে খেলে ডুবি ভুলে অতল গহীণে,
দিন কাটে  গুরু নাটে আমল বিহনে,    
ইবাদত  হাকিকত  হুকুম প্রভুর।  
পখভ্রষ্ট হই নষ্ট সঠিক সন্ধানে,
রহমত বরকত আল্লাহর দান,
করুণার উপহার  পায় মেহমান,
অধমের গুনাহের   অপরাধী মনে।।

নিদারুন জ্বালাতন  অন্তরের ব্যধি,
কুমন্ত্রণা প্রতারণা  ধোকার শিকার,
বিধাতার মহিমার কৃপাতে উদ্ধার,
ইহকালে পরকালে  ঈমান ঔষুধি।
ভাল মন্দ দিদ্বা দন্দ হয়নি সফল,
পাপ পূণ্য সবি শূণ্য জীবন বিফল।।