পাষুন্ড সীমার
শপথ

আল্লাহর দুশমন পাষুন্ড সীমার,
ওরে অধম পাপীষ্ঠ উম্মাদ মাতাল,
এজিদের কর্মকান্ডে ঘাতক দালাল,
হোসেনের শিরচ্ছেদ অযোগ্য ক্ষমার।
নির্মম নিষ্ঠুর তুই কাঁদেনি অন্তর,
রাসুলের আওলাদ ইমাম হাসন
আলীর উত্তরসুরী ফাতেমার ধন
বর্বর মূর্খ রে দিলি বিঁষাক্ত জহর।

কারবালা ময়দান আজো দেখি ভবে,
লাখো কোটি মুসলিম হয়েছে শহীদ,
পৃথিবীতে জন্ম নিল নতুন এজীদ,
নচেৎ এ হত্যাযজ্ঞ কেন ঘটে তবে।
মুসলিম জাতি তাই পায়না নিস্তার,
চিৎকারে আর্তনাদ শুনেনা সীমার।।