হে নারী জগতধারী এই বিশ্ব বুকে
নব প্রাণের সঞ্চার তোমার জঠোরে
ভূমিষ্ট হল মানুষ গর্ভমূল ছিড়ে
সন্তান প্রসবে তুমি জননীর সুখে
মাতৃরুপে নর নারী পুজবে চরণ
তোমার কোলে আশ্রয় নিরাপদ জেনে
ঈশ্বর আল্লাহ হরি কে আছে ভূবনে
মা বিশ্বাস ভরসায় জীবনে আপন
কোথায় সেই আসন মর্যাদার স্থান
নষ্ট করে দিলে তুমি রুপের নেশায়
ভোগ বিলাসী যৌবন অতৃপ্ত আশায়
তুমি না মা মসজিদ মন্দির সমান
পবিত্র হাতের দুয়া সন্তানেরা চায়
তবে পরকীয়া প্রেম কেন ছলনায়