বেহেস্তে ছিল আদম একা অচেতন,
চেতনে পাইল হুশ নারীর পরশে,
আপন অস্তিত্ব খুজে স্রষ্টার আরশে,
নারী হতে জন্ম শুরু সুন্দর ভূবন।
অশান্তির দু:খ কষ্ট পুরুষের বুকে,
শান্তি সুখের সন্ধান লুকায় গোপনে,
আদেশ অমান্য করে নারীর কারণে,
গন্ধমের অপরাধে ভুলিয়া নিজেকে।
নারী পুরুষের গুরু শিষ্যকে শিখায়,
সাধন ভজনে প্রেম শক্তির সাহস,
জগতে আপন পর বেধেছে মানুষ,
আদর স্নেহের ডুরে মায়া মমতায়।
জল মাটি ভূমন্ডলে সৃজন প্রকৃতি,
নারী পুরুষ একত্রে পরিপূর্ণ জাতি।