ভেবেছো কি দিব্য জ্ঞানে বাঁচিবার তরে,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে ধৈর্য্যহারা নিত্য,
স্বার্থলোভে বিসর্জন ন্যায় নীতি সত্য,
ধন সম্পদ অর্জনে মালিকানা পরে।
ভালো মন্দ ব্যবহারে আছে কর্মফল,
শক্তিতে জোর জুলুম ক্ষমতার রাজ্য,
দূর্বলের ভয় ভীতি সুপথে অবাধ্য,
পাপ পূণ্য লিপিবদ্ধ রয়েছে সকল।
পৃথিবীতে থাকিবার সাধ্য নেই কারো,
হঠাৎ করে একদিন ঘটিবে মরণ,
অপ্রস্তুত সময়ের ছিলনা স্মরণ,
সুযোগের অজুহাতে অপেক্ষায় আরো।
নিথর অসাড় দেহ মুল্যহীন দাম,
অবশেষে মানুষের এই পরিণাম।