পাপীর ফরিয়াদ
শপথ

পাপীর এ ফরিয়াদ ক্ষম অপরাধ,
কবুল কর মাওলা তুমি মোনাজাত,
কঠিন গুনাহ থেকে দাও হে নাজাত,
রহমানুর রাহিম আহাদ সামাদ।
না জেনে ভুল করেছি অজ্ঞানী অধম,
কবিরা সগিরা কত গুনাহ আমার,
সরল সঠিক পন্থা করুণা তোমার,
উদ্ধার কর আল্লাহ করিতে উত্তম।।

যদিও বিশ্ব ভূবনে হই পাপী আমি,
সৃষ্টিতে আশরাফুল ঘোষণা তোমার,
সৃজনে মাখলুকাত উচ্চ মর্যাদার,
ফেরেশতার সেজদা দেয়ালে যে তুমি।
বদকার বান্দা আজ পাপী ইনসান,
মেহের বাণীতে দাও অন্তরে ঈমান।।