জানিনা দয়াল আমি সাধন ভজন,
অধম তোমার কাছে হইনা উত্তম,
পবিত্র সত্তার গুণে করিও রহম,
জগতে সফল হতে মানব জীবন।
আধারে আলোতে একা অবুঝ হৃদয়,
আসল নকল হাটে অচেনা ঠিকানা,
বিধান অমান্য করে লঙ্গিত সীমানা,
আমার একান্ত ইচ্ছা পার্থীব বিজয়।।
ভূবনে বাঁচিতে চাই কাঙ্গাল ভিখারী,
তোমার আমার প্রেম নিগূঢ় বন্ধনে,
অনন্ত অসীম জেনে সুখের মিলনে,
দয়ার মহীমা ভুলি যে জন কান্ডারী।
পাপের আসামী ডুবে অতল গহীণে,
ক্ষমাতে উদ্ধার কর জীবনে মরণে।।