হে নারী তুমি কি চাও পৃথিবীর বুকে
পূর্ণাঙ্গ জীবনে স্বামী সন্তানের সুখ
এমন কি প্রয়োজন বাড়ছে অসুখ
মাতৃত্বের স্বাদ পেলে আশার আলোকে
স্রষ্টার শ্রেষ্ট উপহার সুন্দর সৃষ্টির
জগত সাজালে তুমি ফোটালে মানুষ
স্নেহ মায়া মমতায় গড়েছো পুরুষ
ক্ষুধা তৃষ্ণা নিবারনে আশ্রয় শান্তির
লালনে পালনে তুমি সেবা যত্ন দিয়ে
চলে বলে হাটে শিশু তোমার আদরে
ভয় ভীতি দূর করে জড়ালে চাদরে
বাঁচার স্বপন দিলে মানুষে জাগিয়ে
আঁচলের ছায়া তলে খুঁজে আর্শিবাদ
পবিত্র চরিত্রে নারী কেন বরবাদ