কেউ পিতা কেউ মাতা সম্পর্ক স্থাপন,
জন্মসুত্রে কর্মসুত্রে যোগসুত্রে গাঁথা,
কেহ শত্রু কেহ মিত্র কেহ বন্ধু ভ্রাতা,
কে পর কে যে আপন আত্মীয় স্বজন।
পৃথিবীর রঙ্গ মঞ্চে নাট্য অভিনেতা,
পুত্র কন্যা প্রিয়জন মায়ার বাঁধন,
নটরাজে পরিশেষে চরিত্র কর্তন,
অভিনয়ের সমাপ্তি জীবনের পাতা।
পরিচালক আনন্দে নাট্যরুপ রচে,
নবাগত চরিত্রের অভিষেক দেখে,
স্মৃতি ভুলে নৃত্যতালে রুপসজ্জা চোখে,
চিত্রনাট্য দৃশ্যপটে অভিনয় মিছে।
নাট্যমঞ্চে সাজ সজ্জা ঠিক রয়ে যাবে,
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।