আবার কবে যে তুমি আসিবে গো ফিরে,
অভিমান ভুলে যাবে অনুতাপে সখা,
ব্যবধান ঘুচে হবে দুজনার দেখা,
করবে কি ক্ষমা মোরে বল না আমারে।
পুরোনো স্মৃতির ব্যথা বুকের পাঁজরে,
রক্তাক্ত হৃদয় কাঁদে দিবানিশি একা,
আশার প্রদীপ জ্বলে আলো দেয় ধোকা,
চিতার অনল নিভে পথ চেয়ে দূরে।।
অনুশোচণার পরে মুক্তি কি দিবেনা,
বিণয়ের আবেদন হবে কি মঞ্জুর,
ফিরবে কি গো বাঁধনে অতন্দ্র প্রহর,
স্বপ্নের বাসর হবে মিলন মোহনা।
আর কতকাল রবো মিছে অপেক্ষায়,
অনুরাগে প্রতিশোধ নিবে শান্তণায়।।।