অভিযুক্ত ভালবাসা
শপথ
দৃষ্টির বিঁষাক্ত তীর শিকারীর চোখে,
নিশানা স্থির করে বুকের গহীণে,
বিঁধিয়ে প্রাণের মাঝে উল্টা কলে টানে,
হৃদয়ে রক্ত ক্ষরণ হাসি মুখে দেখে।
গাঁথিল ফুলের মালা অন্তরালে কাটা,
পাঁপড়ির শৌরভিতে কোমল আঘাত,
বরণে চরণ পুজে নিষ্ঠুর ডাকাত,
তীলক চন্দণে আঁকে কলঙ্কের ফোটা।
ছলনার প্রতারণা দিবস রজণী,
ভালবেসে প্রতিদান বিহরের জ্বালা,
নিত্য চিতার দহণ অন্তর কয়লা,
প্রমাণীত অপরাধী প্রেমের শুনানী,
অভিযুক্ত ভালবাসা হৃদয় আসামী,
শাস্তির বন্দি জীবন বিজয় প্রণামী।