কি সব দিয়েছো তুমি পছন্দ হয়নি
একটু সুন্দর দামী রুচিশীল হও
এত সস্তা নিম্মমানে কি কিনতে যাও
সন্তানের অভিযোগে বাবা হয়রানি
যা চাইছি তাই দিবে কেন জন্ম দিলে
কি সব বাজার কর এসব কে খায়
বাঁশি পঁচা তরকারি মুখে তোলা যায়
টোকায়ে নিয়েছো বুঝি দিয়েছে যা ফেলে
হায়রে কপাল পোড়া অভাগা সন্তান
কবে বুঝবে বাবার উপার্জন কিসে
পরিশ্রমে ঘাম ঝড়ে রক্ত যায় মিশে
দায়িত্ব কর্তব্য বোধে দিতেছে যোগান
স্বার্থ ত্যগে দায় যার ভরণ পোষণে
অসহায় ব্যর্থ বাবা কাঁদে অপমানে