অভাগার আর্তনাদ
শপথ
ওরে বাছা আসবি কি কোল জুড়ে মোর,
বিধাতার অভিশাপ কপালের লিখা,
আর্শিবাদে উপহার তোর নেই দেখা,
বুকের মাঝে সঞ্চিত স্নেহের আদর।
বলনা তুই প্রভুকে মোনাজাত করে,
পাঠাতে জীর্ণ কুটিরে অস্থিত্ব আমার,
অনন্ত কাল অপেক্ষা বাসনা দেখার,
যদি কোন অভিযোগ না করিস মোরে।
ওরে বাবা তুই মোর মানিক রতন,
সোনা মনি যাদু মনি সুখের প্রদীপ,
আনন্দ হাসি খুশির বিজয়ের টিপ,
তোকে পেলে এ জীবনে পাইব ভূবন।
বল না তুই বিধিকে আকুল বিণয়ে,
আয়না তুই ধরণীতে অভাগার হয়ে।।