আড়ালে বসিয়া তুমি নাচিয়ে পুতুল,
রঙ তামাশা খেলাতে রয়েছো বেহুশ,
ধরেছো কঠিন বাজী গড়িয়া মানুষ,
খুঁজে বেড়াও আসামী জীবনের ভুল।
আদেশ নিষেধ যত তোমার বিধান,
মানবেনা সৃষ্টি কেন নিঁখুত সৃজিলে,
সুনিপুন কারিগরি সাফল্য বিফলে,
আইন অমান্যকারী সৃষ্টি বেঈমান।
হে মহাপরিচালক অদৃশ্য বিধাতা,
বিশ্ব বহ্মান্ডের স্রষ্টা সর্বশক্তিমান,
অনন্ত অসীম তুমি মালিক মহান,
সত্য ন্যায় পরাজিত মিথ্যার ক্ষমতা।
করুণার দানে যদি কৃপন স্বভাব,
অধম পাপী জগতে জ্ঞানের অভাব।