অতৃপ্ত প্রণয়
শপথ

পল্লী গায়ে মিষ্টি মেয়ে মেঠো পথ ধরে,
ভেজা শাড়ী চুল ছাড়ি  যমুনার তীরে,
হাত জলে ঢেউ তোলে যায় খেলা করে,
পা দুখান করে স্নান জলে নামে ধীরে।
যমুনার দুইধার রুপ হেরে তার,
কালো জল করে ছল ভাসাল জোয়ার,
অঙ্গ ছুঁয়ে স্পর্শ পেয়ে স্বাধ মিটাবার,
আলোমতি রুপবতী লাজুক লতার।

দৃষ্টি দিয়ে দেখি চেয়ে কৌতুহল বুকে,
লজ্জাশীল ধৈর্য্যশীল অপরুপা চোখে,
মুক্ত ছবি গঙ্গাদেবী চিত্রশিপ্লী আঁকে,
আনমনে শুনি কানে ভালবাসি তাকে।
চোখ পড়ে মন কাড়ে দৃষ্টি বিনিময়,
কেনো জানি অভিমানী বাঁধেনি প্রণয়।