ফেলে এসেছিস তুই কেন কবে কারে
হারিয়েছে কি এমন মহা মূল্যবান
জনম ভরে জগতে খুজে হয়রান
জীবনের গতি পথ অবরোধ করে
নিত্য চিন্তা ভাবনায় অতীতের ভুত
স্বপ্ন আশা ভেঙ্গে যায় দ্রুত বর্তমান
বৃথা চেষ্টা ভবিষত খুজে হয়রান
আপন হৃদয়ে বন্দি মানুষ অদ্ভুত
নিশ্চয়তার অর্জনে যা কিছু সম্পদ
প্রেম প্রীতির বন্ধনে আত্মীয় স্বজন
দায়িত্ব কর্তব্য বোধে শুধু প্রিয়জন
অধিকারে ফণা তোলে বিষধর সাপ
দেবার আনন্দ পেতে পাওয়ার আশা
কেউতো নয় আপন দিবে ভালোবাসা