পড়লে মনে তোমাকে পাগলামী স্মৃতি
আত্মসম্মানে নিজেকে মিথ্যা অজুহাতে
এগিয়ে পিছিয়ে আসি ভুলে প্রেম প্রীতি
হেরেছি জিতেছি মনে হিসাব মিলাতে
অভিমানী হয়ে জানি আত্মপ্রবঞ্চনা
অন্তরে দেনা পাওনা অবদান লেখা
অজান্তে চোখের কোনে নেমে আসে বন্যা
মরন যন্ত্রনা ভোগে দিবা নিশি একা
ইচ্ছে আমার কে জানে আনন্দ কোথায়
আলো আধারের মাঝে প্রয়োজনে খোঁজা
অতীতের ভালোবাসা নতুন আশায়
অনুতপ্ত হৃদয়ের আরাধনা পুজা
বিশ্বাসী প্রহরী কেন রাখে আটকিয়ে
অনন্ত অপেক্ষা শুধু হারাই সাজিয়ে